Header Ads

দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে


 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । এ লক্ষ্যে ‘ ন্যাশনাল টেস্টিং অথোরিটি ’( এনটিএ) গঠন করা হবে । এছাড়া এ পরীক্ষার বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে শিগগির একটি কমিটি গঠন করা হবে । সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে( ইউজিসি) এ সংক্রান্ত নীতি- নির্ধারণী সভায় বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন । শিক্ষামন্ত্রী বলেন, একক ভর্তি পরীক্ষা আয়োজনে এখন থেকেই সংশ্লিষ্টদের প্রস্তুতি গ্রহণ করতে হবে । বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটির সঙ্গে পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে । এইচএসসি পরীক্ষার পর একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সূচি প্রকাশ করা হবে এবং উচ্চশিক্ষার সবক্ষেত্রে একই সময়ে ক্লাস শুরু হবে । 

No comments

Powered by Blogger.