Header Ads

একুশে পদক ২০২৪ ঘোষণা, পেলেন যাঁরা

শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০২৪ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একুশে পদক ২০২৪ পেলেন যাঁরা–
ভাষা আন্দোলনে- 

1.মৌলানা আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও 

2.বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।

শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন-

সংগীতে-

3.জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), 

4.বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, 

5.বিদিত লাল দাস (মরণোত্তর), 

6.এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও 

7.শুভ্র দেব; 

নৃত্যকলায়-

8.শিবলী মোহাম্মদ; 

অভিনয়ে-

9.ডলি জহর ও 

10.এম. এ. আলমগীর; 

আবৃত্তিতে- 

11.খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমূল সুস্তাফা) ও 

12.রূপা চক্রবর্তী;

 চিত্রকলায়- 

13.শাহজাহান আহমেদ বিকাশ; 

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে-

14.কাওসার চৌধুরী।

সমাজসেবায়-  

15.মো. জিয়াউল হক ও 

16.রফিক আহামদ।

ভাষা ও সাহিত্য বিভাগে-

17.মুহাম্মদ সামাদ, 

18.লুৎফর রহমান রিটন, 

19.মিনার মনসুর, 

20.রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

শিক্ষায়- 

21.প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। 

No comments

Powered by Blogger.