Subscribe to:
Post Comments
(
Atom
)
শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০২৪ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একুশে পদক ২০২৪ পেলেন যাঁরা–
ভাষা আন্দোলনে-
1.মৌলানা আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও
2.বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন-
সংগীতে-
3.জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর),
4.বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ,
5.বিদিত লাল দাস (মরণোত্তর),
6.এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও
7.শুভ্র দেব;
নৃত্যকলায়-
8.শিবলী মোহাম্মদ;
অভিনয়ে-
9.ডলি জহর ও
10.এম. এ. আলমগীর;
আবৃত্তিতে-
11.খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমূল সুস্তাফা) ও
12.রূপা চক্রবর্তী;
চিত্রকলায়-
13.শাহজাহান আহমেদ বিকাশ;
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে-
14.কাওসার চৌধুরী।
সমাজসেবায়-
15.মো. জিয়াউল হক ও
16.রফিক আহামদ।
ভাষা ও সাহিত্য বিভাগে-
17.মুহাম্মদ সামাদ,
18.লুৎফর রহমান রিটন,
19.মিনার মনসুর,
20.রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।
শিক্ষায়-
21.প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
No comments
Thanks for your Comment.