Header Ads

গুচ্ছ নিয়ে বিভক্ত ইবি শিক্ষক সমিতি

 


গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

 গতকাল শনিবার সংগঠনটির কার্যকরী পরিষদের আয়োজিত সভায় গুচ্ছে থাকা বা না থাকা নিয়ে বিভক্ত হয়ে পড়েন তারা। এতে শিক্ষকদের কেউ কেউ গুচ্ছ পদ্ধতির পক্ষে এবং কেউ কেউ গুচ্ছে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে মতামত দেন।

জানা গেছে, শিক্ষক সমিতির সভায় গুচ্ছের বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে পারায় শিক্ষকদের থেকে মতামত গ্রহণ করা হয়। 

এতে সরকারের ইচ্ছে থাকায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে মত দেন ছয়জন শিক্ষক এবং গুচ্ছে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে মত দেন সাতজন শিক্ষক। 

তবে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক মতামত দেওয়া থেকে বিরত থাকেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমানও মতামত দেওয়া থেকে বিরত থাকেন।

No comments

Powered by Blogger.