Header Ads

কোটা এক অভিশাপের নাম।

 বিষয়টি একটু ভাবুন। 



বিস্তারিত নিচে দেখুন ____________ 

🇧🇩 প্রাথমিকে নিয়োগ হবে- 

নারী কোটা: ৬০% 

পোষ্য কোটা: ২০% 

মুক্তিযোদ্ধা কোটা: ৩০% ----------------------------------------- মোট কোটা: ১১০% । 

 হয়ত ১১০ পার্সেন্টকে সমন্বয় করে ±৯০% কোটা কার্যকর হতে পারে । আরও অনেক কোটা জাগ্রত হতে পারে ।  


🇧🇩 রেলে নিয়োগ হবে-

 পোষ্য কোটা: ৪০% 

মুক্তিযোদ্ধা কোটা: ৩০% (এখন আছে ১৫%) 

প্রতিবন্ধী ও এতিম কোটা ১০% 

ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা: ২.৫% 

আনসার ও ভিডিপি কোটা: ৫% 

জেলা ৫ শতাংশ ও নারী কোটা: ৭.৫% (সমন্বিত) ------------------------------------------------------------------ 

মোট কোটা: ৯৫% হয়ত ৯৫ পার্সেন্টকে সমন্বয় করে ±৯০% কোটা কার্যকর হতে পারে । 


🇧🇩 এনটিআরসিএ নিয়োগ হবে- 

নারী কোটা: ৩০% 

মুক্তিযোদ্ধা কোটা: ৩০% 

মোট ৬০% কোটা ইতিমধ্যে হয়ে যাবে ।

 আরও কোনো কোটা যোগ হবে না এটা ভাবলে পাপ হবে । 


🇧🇩 বিসিএসে নিয়োগ হবে- সেই আগের ৫৬% কোটা আবার জাগ্রত হবে । 

দ্রষ্টব্য: কোটা'র বাহিরে আরও রয়েছে বিশেষ হাইওয়ে কৌশল । যেমন: প্রশ্নফাঁস, প্রক্সি ও ডিভাইস আর ভাইভাতে অনেকের মামার লাল টেলিফোন । 

 ফলাফল: মেধা (সাধারণ পরিবারের চাকরি হবে না এমন) বলতে আর কিছু অবশিষ্ট না থেকে শুধু শ্রমিক তৈরির কারখানা হবে এ দেশে । 

মুক্তিযোদ্ধারা যদি এত ক্লাসের দেশ এখন দেখত তবে তারা এটাই বলত, আমরা আসলে কেন নিজের আত্মা বিসর্জন দিলাম ? মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দিক আমরা এটা ভালো মনে করি কিন্তু চাকরিতে কোটা কেন দিতে হবে একেবারে নাতিনাতনি পর্যন্ত ? আর ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কি হবে ? দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তাই আসুন আমরা সর্বত্র আন্দোলন গড়ে তুলি।আজ প্রতিবাদের সময়,নইলে এমন সময় আসবে যখন দেশে মেধা আর মেধাবী বলে কোনো কথা থাকবে না।

 লিখেছেন - জুলহাস। সম্পাদনায়- জাকারিয়া

No comments

Powered by Blogger.