কৃষি গুচ্ছে জিপিএ নাম্বার কমানোর দাবি ভর্তিচ্ছুদের

 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ নম্বর কমানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা। সম্প্রতি এ দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

স্মারকলিপিতে ভর্তিচ্ছুরা জানান, কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর ৫০ নম্বর নির্ধারিত থাকে, যা চূড়ান্ত মেধাতালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই নম্বর পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করছে। আমরা এই বৈষম্য চাই না।

তারা জানান, ‘করোনা মহামারির পর থেকে বিভিন্ন ব্যাচের এসএসসি ও এইচএসসি পরীক্ষা  এক ভাবে অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। একই সিলেবাসে ২০২৩ ও ২০২৪ ব্যাচ সম্পূর্ণ ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত)। আবার ২০২৪ ব্যাচ অল্প কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বাকি বিষয়সমূহে এসএসসি এর নম্বরের ভিত্তিতে ফলাফল দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীরা বলছেন, ‘অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করতে না পারা সত্ত্বেও মনের ভেতর আত্মবিশ্বাস রেখে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিজের সর্বোচ্চ চেষ্টা করে। তবে জিপিএ নম্বরের কারণে নিজেদের কষ্টের ফল পায় না এবং নিজেদের পছন্দের বিভাগে ভর্তি হতে পারে না। এ অবস্থায় কৃষি গুচ্ছে ভর্তিতে জিপিএ নম্বর কমানোটা দরকার।’

Post a Comment

Thanks for your Comment.

أحدث أقدم