এর আগে বৃহস্পতিবার দুপুরে ২০ হাজার ৮০ টন গম নিয়ে বন্দরের ৭ নম্বর বয়ায় নোঙ্গর করে মাল্টার পতাকাবাহী ‘এমভি ইলিপডা জিআর’ জাহাজটি।
মোংলা বন্দরের খাদ্য নিয়ন্ত্রকের সহকারী নিয়ন্ত্রক আব্দুস সেবাহান সরদার জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম আমদানি হয়। ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে জাহাজটি। সেখানে ৩০ হাজার ১২০ টন গম খালাস করা হয়।
এরপর বাকি ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাসের উদ্দেশ্যে জাহাজটি বৃহস্পতিবার বন্দরে আসে। ওইদিন দুপুরে মোংলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা, জাহাজটির শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গমের নমুনা সংগ্রহ করেন। এরপর সেই গমের ভৌত পরীক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুর থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।
আব্দুস সোবহান সরদার আরও বলেন, সাইলোতে ১৩ হাজার ৮০ টন গম মজুতের পর, বাকি ৭ হাজার টন গম বস্তা বন্দি হয়ে যাবে বরিশাল, খুলনা ও বাঘাবাড়িসহ দেশের বিভিন্ন জেলায়।
إرسال تعليق
Thanks for your Comment.