Header Ads

গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ম মেরিটে স্থানপ্রাপ্তদের করণীয় -

 গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ম মেরিটে স্থানপ্রাপ্তদের করণীয় -


গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ম মেরিটে স্থানপ্রাপ্তদের করণীয় -



১. দুপুর ১২ টার পর গুচ্ছ ভর্তি ওয়েবসাইট (gstadmission.ac.bd) ব্রাউজ করতে হবে। তারপর আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

২. প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

৩. মাইগ্রেশন অপশন থাকলে তা চালু রাখতে হবে।

৪. sslcommerze পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা কার্ড বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ৫০০০ টাকা জমা দিতে হবে। ৫০০০ টাকা জমাদানের ক্ষেত্রে অবশ্যই অনলাইন চার্জ প্রযোজ্য হবে।

৫.  পেমেন্ট সম্পন্নের পর acknowledgement slip (যদি থাকে) তা ডাউনলোড করতে হবে এবং পরবর্তীতে প্রিন্ট আউট করতে হবে।


সবশেষ প্রিন্টকৃত স্লিপ, এসএসসি ও এইচএসসির মূল মার্কসিট প্রাথমিক ভর্তি নিশ্চায়নকৃত বিশ্ববিদ্যালয়ে সশরীররে জমা দিতে হবে এবং তা অবশ্যই ১২ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে।


বি.দ্র: প্রাথমিক ভর্তি ও নিশ্চায়ন ফি জমা দেয়ার শেষ সময় ১১ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট।


পুনশ্চঃ প্রাথমিক ভর্তি নিশ্চায়ন কার্যক্রমের জন্য প্রস্তুত গুচ্ছের ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.