রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সার্কোলার প্রকাশিত হয়েছে।
রাজশাহীকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সার্কোলার প্রকাশিত হয়েছে।
প্রাথমিক আবেদনের তারিখ ১৫.০৩.২০২৩ ইং দুপুর ১২.০০টা থেকে শুরু হচ্ছে ২৭.০৩.২০২৩ইং রাত ১২.০০ পযর্ন্ত।
এসএসসি ও এইচএসসি/সমমানের ফলাফলের ভিত্তিতে ৭২০০০ জন প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
১ম দফায় আবেদনের তারিখ ০৯-০৪-২০২৩ থেকে ১৫-০৪-২০২৩ ইং, ২য় দফা আবেদনের তারিখ ১৭-০৪-২০২৩ থেকে ১৯-০৪-২০২৩ ইং, ৩য় দফা আবেদনের তারিখ ২৬-০৪-২০২৩ ইং থেকে ২৯-০৪- ২০২৩ ইং, ৪র্থ দফায় আবেদনের তারিখ ০১-০৫-২০২৩ থেকে ০২-০৫-২০২৩ ইং পযর্ন্ত।
ভর্তি পরীক্ষাঃ ২৯,৩০,৩১শে মে।
আবেদনের যোগ্যতাঃ
বিজ্ঞানের বিভাগের জন্য
এসএসএস/সমমান - ৩.৫০
এইচএসএস/সমমান - ৩.৫০
মোট- ৮.০০
মানবিক বিভাগের জন্য
এসএসএস/সমমান - ৩.০০
এইচএসএস/সমমান - ৩.০০-
৭.০০
বানিজ্য বিভাগের জন্য
এসএসসি/সমমান - ৩.০০
এইচএসসি/সমমান - ৩.০০
মোট- ৭.৫০
প্রাথমিক আবেদন ফি ৫৫৳
চূড়ান্ত আবেদন ফি
বিজ্ঞান ও মানবিক
১২০০৳ +১০% চার্জ =১৩২০৳
বাণিজ্য
১০০০৳+১০%=১১০০৳
আবেদনের লিংক https://admission.ru.ac.bd
No comments
Thanks for your Comment.