আবেদনের যোগ্যতাঃ
কেবলমাত্র ২০২২ ও ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। তবে, যারা এখনো এবছর স্নাতক পর্যায়ে ভর্তি সম্পূর্ণ করতে পারেননি তাদেরকে ভর্তির পরপরই ভর্তি রসিদের কপি জমা দিতে হবে।
এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ছাত্র: ৯.০০ এবং ছাত্রী: ৮.৮০।
কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্থ পরিবারের সন্তান আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মাবলীঃ
(অভিভাবকের মাসিক আয় দশ হাজার টাকার উপরে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না)।
অনলাইনে অথবা ডাকযোগের যেকোন একটিতে আবেদন করতে হবে।
অনলাইন লিংকঃ scholarship.primebankfoundation.org
প্রাইম ব্যাংকের সকল শাখায় আবেদনপত্র পাওয়া যাবে।
যা যা লাগবেঃ
* স্নাতক পর্যায়ের ভর্তির রসিদ, অভিভাবকের মাসিক (আয়ের পরিমান উল্লেখ করুণ) আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
* তথ্য ভুল হলে আবেদন কিংবা বৃত্তি বাতিল হতে পারে।
* বৃত্তি মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
আবেদনপত্র পাঠানোর সময়সীমা
আবেদনপত্রটি ৩০শে আগষ্ট ২০২৩ ইং তারিখের মধ্যে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
Post a Comment
Thanks for your Comment.