Header Ads

এক নজরে GST গুচ্ছের সাবজেক্ট চয়েস ও আবেদনের বিষয়ে কিছু তথ্য -

এক নজরে GST গুচ্ছের সাবজেক্ট চয়েস ও আবেদনের বিষয়ে কিছু তথ্য -

gst


১. সম্পূর্ণ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে হবে। ওয়েবসাইটে লগইন করে নিচে সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন পাবে।


২. প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদাভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে তবে সেটা গুচ্ছের ওয়েবসাইটেই।


৩. সাবজেক্ট চয়েস শেষে প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ টাকা গুণিতক হারে যতগুলো ভার্সিটিতে এপ্লাই করবে সে হিসেবে টাকা পে করতে হবে।


৪. ১টি মেরিট ও ৪ টি মাইগ্রেশনে গুচ্ছের কার্যক্রম সম্পন্ন হবে। একজন শিক্ষার্থী প্রতি মেরিট ও মাইগ্রেশনে তার চয়েস লিস্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ের ক্ষেত্রে এপ্লিকেবল হবে।


এ সকল প্রক্রিয়ার সময়সূচি কর্তৃপক্ষ শীঘ্রই ঘোষণা করবে..

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments

Powered by Blogger.