Header Ads

গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ

 গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৫০ হাজার ৭৬০ জন। পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

GST


মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ‘এ’ ইউনিটের ফলাফল ঘোষণা করেন। শিক্ষার্থীরা আজ রাত ১১টা ৫৯ মিনিটে থেকে জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবে বলে জানানো হয়েছে।

গত ২৭ এপ্রিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ১ লাখ ৪৯ হাজার ৩৯১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

GST গুচ্ছ A ইউনিট ফলাফল বিশ্লেষণঃ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
👉 মোট আবেদনকারী- ১৭০,৫৯৯ জন
👉 উপস্থিতি- ১৪৯,৩৯১ জন
👉 অনুপস্থিত- ২১,২০৮ জন
👉 পাসের হার- ৩৩.৯৮ %
👉 সর্বোচ্চ নম্বর- ৭৭.২৫
👉 ১ম হয়েছেন- রেদওয়ানুল হক মারুফ, স্কোর- ৭৭.২৫, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ।

✍ ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ২ জন,
✍ ৭০ এর উপরে ৪ জন,
✍ ৬৫ এর উপরে পেয়েছেন ২০ জন,
✍ ৬০ এর উপরে ৮৪ জন,
✍ ৫৫ এর উপরে ৪৪০ জন,
✍ ৫০ এর উপরে পেয়েছেন ২০২২ জন,
✍ ৪৫ এর উপরে পেয়েছেন ৬৭১৬ জন,
✍ ৪০ এর উপরে পেয়েছেন ১৬,৩৪৬ জন,
✍ ৩৫ এর উপরে পেয়েছেন ৩১,২১৭ জন,
✍ ৩০ এর উপরে পেয়েছেন ৫০,৭৬০ জন।

আর ফেল করেছেন ৯৮ হাজার ৫৪৭ জন। 🥲
ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন মার্ক মাইনাস (-১৮.৭৫) 

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments

Powered by Blogger.