ঢাকা⠀বিশ্ববিদ্যালয়ের অনলাইনে⠀আবেদন⠀শুরু
ঢাকা⠀বিশ্ববিদ্যালয়ের⠀(ঢাবি)⠀2024-2025⠀শিক্ষাবর্ষের⠀আন্ডারগ্র্যাজুয়েট⠀ভর্তি⠀পরীক্ষার⠀তারিখ⠀ও⠀সময়সূচী⠀প্রকাশ⠀করা⠀হয়েছে।আগের⠀বছরের⠀মতোই⠀এবারও⠀খেলোয়ার⠀কোটায়⠀শিক্ষার্থী⠀ভর্তি⠀নেবে⠀উচ্চশিক্ষা⠀প্রতিষ্ঠানটি।এবার⠀আবেদন⠀ফি ১⠀হাজার⠀৫০⠀টাকা।
ভর্তিবিষয়ক⠀ওয়েবসাইটে⠀জানানো⠀হয়েছে,⠀2019⠀থেকে⠀2022⠀সাল⠀পর্যন্ত⠀মাধ্যমিক⠀বা⠀ সমমান⠀এবং⠀2024⠀সালের⠀উচ্চ⠀মাধ্যমিক⠀বা⠀সমমানের⠀পরীক্ষায়⠀উত্তীর্ন⠀ছাত্র-ছাত্রীদের⠀মধ্যে⠀যারা⠀ঢাকা⠀বিশ্ববিদ্যালয়ে⠀বিভিন্ন⠀ইউনিটে⠀ভর্তির⠀জন্য⠀নির্ধারিত⠀শর্ত⠀পূরণ⠀ করে,⠀কেবল⠀তারাই 2024-2025⠀শিক্ষাবর্ষে⠀আন্ডারগ্র্যাজুয়েট⠀ভর্তির⠀জন্য⠀আবেদন⠀করতে⠀ পারবে।
ভর্তি⠀প্রার্থীরা⠀4 November⠀দুপুর⠀১২টা⠀থেকে⠀25⠀November⠀রাত⠀১১টা⠀৫৯⠀মিনিট⠀পর্যন্ত⠀বিশ্ববিদ্যালয়ের⠀ভর্তিবিষয়ক⠀ওয়েবসাইটের⠀(https://admission.eis.du.ac.bd)⠀মাধ্যমে⠀ অনলাইনে⠀আবেদন⠀করতে⠀পারবেন।⠀আবেদন⠀ফি ১⠀হাজার⠀৫০⠀টাকা।চারটি⠀রাষ্ট্রায়ত্ত⠀ব্যাংক⠀বাণিজ্যিক⠀ব্যাংকের⠀(সোনালী,⠀জনতা,⠀অগ্রণী,⠀রুপালী)⠀যেকোন⠀শাখায়অথবা⠀অনলাইনে⠀ডেবিট⠀ও⠀ক্রেডিট⠀কার্ড,⠀মোবাইল⠀ফিনান্সিয়াল⠀সেবা⠀ব্যবহার⠀করে⠀ শিক্ষার্থীরা⠀আবেদন⠀ফি⠀জমা⠀দিতে⠀হবে।
আবেদনের⠀যোগ্যতাসহ⠀ভর্তি⠀সংক্রান্ত⠀বিস্তারিত⠀তথ্য⠀ওয়েবসাইটে⠀প্রদত্ত⠀সংশ্লিস্ট⠀ইউনিটের⠀ ভর্তি⠀নির্দেশিকায়⠀উল্লেখ⠀থাকবে।বিজ্ঞান⠀ইউনিটের⠀মাধ্যমে⠀বিজ্ঞান,⠀জীববিজ্ঞান,⠀ফার্মেসি,⠀আর্থ⠀এন্ড⠀এনভায়রনমেন্টাল⠀সায়েন্সেস⠀ও⠀ইঞ্জিনিয়ারিং⠀এন্ড⠀টেকনোলজী⠀অনুষদভুক্ত⠀সব⠀বিভাগ⠀এবং⠀সংশ্লিষ্ট⠀ইনস্টিটিউটে⠀ ভর্তির⠀হওয়া⠀যাবে⠀।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-2025 শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী
ইউনিট | পরীক্ষার তারিখ | বার | সময়সূচী |
---|---|---|---|
কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | 25/01/2025 | শুক্রবার | সকাল ১১ঃ০০ টা থেকে ১২ঃ৩০ মিনিট পর্যন্ত |
বিজ্ঞান ইউনিট | 01/02/2025 | শুক্রবার | সকাল ১১ঃ০০ টা থেকে ১২ঃ৩০ মিনিট পর্যন্ত |
ব্যবসায় শিক্ষা ইউনিট | 08/02/2025 | শনিবার | সকাল ১১ঃ০০ টা থেকে ১২ঃ৩০ মিনিট পর্যন্ত |
চারুকলা ইউনিট (সাধারন জ্ঞান ও অংকন) | ০৯/০৩/2025 | শনিবার | সকাল ১১ঃ০০ টা থেকে ১২ঃ৩০ মিনিট পর্যন্ত |
শিক্ষার্থীরা নিম্নোক্ত ০৪ (চার টি ইউনিটে) আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিস্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
বিজ্ঞান ইউনিট | বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য । |
---|---|
কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য |
ব্যবসায় শিক্ষা ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য । |
চারুকলা ইউনিট | চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য । |
গুরুত্বপূর্ণ তথ্য
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর, ২০২৪ হতে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি জমা দেয়ার পর অনলাইনে এই ওয়েবসাইট থেকে টাকা জমার রসিদ ডাউনলোড করলে শিক্ষার্থীর আবেদন সম্পন্ন হয়। টাকা জমা দেয়ার পর শিক্ষার্থী রসিদ ডাউনলোড না করে থাকলে তার আবেদনটি অনিষ্পন্ন অবস্থায় রয়ে যায়। তাই শিক্ষার্থীদের ফি পরিশোধের পর রসিদ ডাউনলোড করে আবেদনটি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
পূর্ববর্তী বছরের অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা https://admission2023.eis.du.ac.bd ওয়েবসাইটে লগইন করে আগের বছরের ভর্তি কার্যক্রম সম্পাদন করতে পারবে।
No comments
Thanks for your Comment.