অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আসছে সাত কলেজ

ছবিঃ সাত কলেজ লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করার পর একরকমের অভিভাবকহীন হয়ে পড়েছে রাজধানী ঢাকার সরকারি সাতটি কলেজ। এ কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে ঢাবি অধিভুক্তি বাতিল করা হয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় আপাতত অন্তর্বর্তী প্রশাসনের অধীনে এ কলেজগুলো পরিচালিত হবে। শিগগির সরকারের পক্ষ থেকে এ প্রশাসন ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসি সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সমন্বয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের কাজ করছে। কমিশনের পক্ষ থেকে তৈরি করা অন্তর্বর্তী প্রশাসনের রূপরেখা আজ (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পার এবং কমিটির   চূড়ান্ত অনুমোদন দিলে দায়িত্ব গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সমন্বয়ে গঠিত এ অন্তর্বর্তী কমিশন। 


এর কয়েকদিন আগে, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত ২৭ জানুয়ারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি সভা করে অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ঢাবির সঙ্গে অধিভুক্ত সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


অধিভুক্তি বাতিল ঘোষণার পর সাত কলেজের সেশনজট প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত পরীক্ষাগুলো চলমান রাখার কথা জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সাত কলেজের যে পরীক্ষাগুলো চলমান আছে, সেগুলো চলবে। তিনি বলেন, পরীক্ষাগুলো যদি সচল থাকে, ক্লাসগুলো যদি চালু রাখতে পারি আর সরকার যে পরিকল্পনায় আগাচ্ছে সেটা যদি সঠিকভাবে চলে তাহলে এদের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হবে। সেটা যদি ঠিকভাবে হয়, আশা করি সমস্যা হবে না।

Post a Comment

Thanks for your Comment.

Previous Post Next Post