Header Ads

ঘুমের পূর্বে পড়ার দু’আ

 ঘুমের পূর্বে পড়ার দু’আ



اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيَا


উচ্চারনঃ আল্লাাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়াা।


অর্থঃ হে আল্লাহ! আমি আপনারই নামে মৃত্যুবরণ করব, আপনার নামের সাথেই জীবিত থাকব


উৎসঃ (সহীহ বুখারী, হাদীস নং-৫৮৭৩)


বিস্তারিতঃ 

(১) حَدَّثَنَا قَبِيصَةُ' حَدَّثَنَا سُفْيَانُ' عَنْ عَبْدِ الْمَلِكِ' عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ' عَنْ حُذَيْفَةَ' قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ ‏"‏ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ‏"‏‏.‏ وَإِذَا قَامَ قَالَ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏"‏‏.‏


কাবীসা (র)....... হুযায়ফা ইবন ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সা) যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন, তখন তিনি এ দু’আ পড়তেন:

    بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَ   

আর তিনি যখন জেগে উঠতেন তখন পড়তেন:

   الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ  

(সহীহ বুখারী, হাদীস নং-৫৮৭৩)


(২) حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ' حَدَّثَنَا أَبُو عَوَانَةَ' عَنْ عَبْدِ الْمَلِكِ' عَنْ رِبْعِيٍّ' عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ ‏"‏ اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ‏"‏‏.‏ وَإِذَا اسْتَيْقَظَ قَالَ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏"‏‏.‏

হযরত হোযাইফা (রাযিঃ) বলেন, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে আপন বিছানায় শয়ন করিতেন তখন নিজের হাত গালের নিচে রাখিতেন এবং এই দু’আ পড়িতেন--

"اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَ"


অর্থাৎ আয় আল্লাহ্, আমি আপনার নামে মৃত্যুবরন করি--অর্থাৎ ঘুমাই এবং জীবিত হই--অর্থাৎ জাগ্রত হই।

আর যখন জাগ্রত হইতেন তখন এই দু’আ পড়িতেন--


"الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ"

অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ্ তা’আলার জন্য যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করিয়াছেন এবং আমাদেরকে কবর হইতে উঠিয়া তাহারই দিকে প্রত্যাবর্তন করিতে হইবে। (বোখারী - ৬৩১৪)

No comments

Powered by Blogger.