Header Ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের "গার্হস্থ্য অর্থনীতি ইউনিট" পরিচিতি




 ঢাকা বিশ্ববিদ্যালয়ের "গার্হস্থ্য অর্থনীতি ইউনিট" পরিচিতি

__________________________________________________


১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট একটি স্বতন্ত্র ও আলাদা ইউনিট যা শুধুমাত্র মেয়েদের জন্যেই। বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা, মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে শুধু মেয়েরা আবেদন করতে পারবে।



২. গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে মোট ৬ টি কলেজ রয়েছে। যার মধ্যে ১ টি কলেজ সরকারি এবং বাকি ৫ টি কলেজ বেসরকারি। সরকারি কলেজের নাম "গভমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স" এবং বাকি ৫ টি কলেজের নাম হলো যথাক্রমে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকস, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব ইকোনমিকস, বরিশাল গার্হস্থ্য অর্থনীতি কলেজ।


৩. মোট সিট ২৬৫৫ টি। এর মধ্যে সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সিট সংখ্যা ১০০০ টি এবং বেসরকারি ৫ কলেজে মোট সিট ১৬৫৫ টি। এর মধ্যে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকস এ ৫৫০ টি করে সিট, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০ টি সিট, আকিজ কলেজ অব হোম ইকোনমিকসে ২৭৫ টি এবং বরিশাল গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১৮০ টি সিট।


৪. মোট ৫ টি বিষয়ে স্নাতক ডিগ্রী প্রদান করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিষয় দুটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়তে পারবে। আর বাকি তিনটি বিষয়ে ৩ বিভাগেরই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে।


৫. পরীক্ষায় উত্তর প্রদানের ক্ষেত্রে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা শর্ত রয়েছে। তবে পরীক্ষা এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে। আর সার্কুলারে বিস্তারিত শর্তাবলি দেয়া আছে।



৬. আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ৫.৫ থাকতে হবে এবং আলাদাভাবে অবশ্যই ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে এবং শিক্ষার্থীকে অবশ্যই ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী হতে হবে।


৭. সরকারি কলেজে বাৎসরিক আনুমানিক পড়ার খরচ ৬০০০ টাকা এবং বেসরকারি কলেজে ২৫০০০ থেকে ৪৫০০০ টাকার মত। বেসরকারি কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এককালীয় প্রদেয় ভর্তি ফি ৫০০০ টাকা।


৮. পরীক্ষার মান ১০০। প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষায় পাস নম্বর ৪০। কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই।


৯. ভর্তি পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে। আবেদন ২ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

No comments

Thanks for your Comment.

Powered by Blogger.