ঢাবি প্রযুক্তি ইউনিট
ঢাবি প্রযুক্তি ইউনিট বিস্তারিতঃ
আবেদন শুরু : ২ এপ্রিল থেকে
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল
ভর্তি পরীক্ষার ডেট : ১৬ জুন বিকাল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত- ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে বর্তমানে ৭টি কলেজ রয়েছে।
৭ টি প্রতিষ্ঠানের মধ্যেঃ
🔹সরকারি=৩টি ,
🔹বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ=২টি এবং টেক্সটাইল রিলেটেড বেসরকারি কলেজ=২টি
👉কলেজগুলো হলোঃ
🔹সরকারি ৩টিঃ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।
🔹বেসরকারি ৪টিঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-(পিপিপি), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ,সাইক ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি।
👉আসনঃ
🔹সর্বমোট সিট সংখ্যা-১৪৯৫ টি
🔹এর মধ্যে সরকারিতে- ৪৮০ টি
🔹এবং বেসরকারিতে-১০১৫ টি(বাড়বে)
👉খরচঃ
>> সরকারী কলেজগুলোর খরচ অন্যান্য পাবলিক ভার্সিটির মতই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ আর ময়নসিংহ, ফরিদপুর এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটি সরকারি কলেজের খরচ প্রায় সমান। বেসরকারিগুলোতে খরচ একটু বেশি।
👉ডিগ্রিঃ
এসব কলেজে বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেয়া হয়। (Engineering, not Honours)
👉সেশনঃ
সেশন জট নেই। সেমিস্টার পদ্ধতিতে ৪ বছরের কোর্স ৮ সেমিস্টারে শেষ করা হয়।
👉ভর্তি হতে হয় কীভবে?
🔹ঢাবি প্রযুক্তি ইউনিটের আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে।
🔹সাবজেক্ট--৪ টি (পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি)
🔹পরীক্ষা পদ্ধতি--MCQ (Written নেই)
🔹মোট নম্বর--১২০ (পদার্থ = ৩৫, রসায়ন = ৩৫, গণিত = ৩৫ এবং ইংরেজি = ১৫)।
🔹পাস মার্ক--৪৮
👉👉 SSC +HSC থেকে ৮০ মার্ক নিয়ে মেরিট দিবে
SSC মার্ক গননার জন্য = GPA× 10
(সর্বোচ্চ ৫০ মার্ক)
HSC মার্ক গননার জন্য = GPA × 6
(সর্বোচ্চ ৩০ মার্ক)
🔺Calculator Not Allowed
পরীক্ষার স্থানঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান।
👉আবেদন যোগ্যতাঃ
SSC+HSC = 6.5
এবং আলাদাভাবে SSC, HSC-তে GPA-3 করে থাকতে হবে।
>>সেকেন্ড টাইম নেই।
>>রিটেন পরীক্ষা হয় না, শুধু mcq পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়
>>কোনো নেগেটিভ মার্কিং নাই।
>> কলেজগুলোতে শুধু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পড়ানো হয়।
>>শুধু সাইন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে।
Admission Informer
No comments
Thanks for your Comment.