ঢাবি প্রযুক্তি ইউনিট

                      ঢাবি প্রযুক্তি ইউনিট  বিস্তারিতঃ



আবেদন শুরু : ২ এপ্রিল থেকে

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল

ভর্তি পরীক্ষার ডেট : ১৬ জুন  বিকাল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনে বর্তমানে ৭টি কলেজ রয়েছে। 

৭ টি প্রতিষ্ঠানের মধ্যেঃ

🔹সরকারি=৩টি ,

🔹বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ=২টি এবং টেক্সটাইল রিলেটেড বেসরকারি কলেজ=২টি 

কলেজগুলো হলোঃ

🔹সরকারি ৩টিঃ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। 

🔹বেসরকারি ৪টিঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-(পিপিপি), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ,সাইক ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি। 



আসনঃ

 🔹সর্বমোট সিট সংখ্যা-১৪৯৫ টি

🔹এর মধ্যে সরকারিতে- ৪৮০ টি

🔹এবং বেসরকারিতে-১০১৫ টি(বাড়বে)


খরচঃ

>> সরকারী কলেজগুলোর খরচ অন্যান্য পাবলিক ভার্সিটির মতই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ আর ময়নসিংহ, ফরিদপুর এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটি সরকারি কলেজের খরচ প্রায় সমান।  বেসরকারিগুলোতে খরচ একটু বেশি। 

ডিগ্রিঃ

এসব কলেজে বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেয়া হয়।  (Engineering, not Honours)

সেশনঃ

সেশন জট নেই। সেমিস্টার পদ্ধতিতে ৪ বছরের কোর্স ৮ সেমিস্টারে শেষ করা হয়। 

ভর্তি হতে হয় কীভবে?

🔹ঢাবি প্রযুক্তি ইউনিটের আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে। 

🔹সাবজেক্ট--৪ টি (পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি)

🔹পরীক্ষা পদ্ধতি--MCQ (Written নেই)

🔹মোট নম্বর--১২০ (পদার্থ = ৩৫, রসায়ন = ৩৫, গণিত = ৩৫ এবং ইংরেজি = ১৫)।

🔹পাস মার্ক--৪৮


SSC মার্ক গননার জন্য = GPA× 10

(সর্বোচ্চ ৫০ মার্ক)

HSC মার্ক গননার জন্য = GPA × 6

(সর্বোচ্চ ৩০ মার্ক)

🔺Calculator Not Allowed

পরীক্ষার স্থানঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান। 

আবেদন যোগ্যতাঃ 

SSC+HSC = 6.5 

এবং আলাদাভাবে SSC, HSC-তে GPA-3 করে থাকতে হবে। 

>>সেকেন্ড টাইম নেই। 

>>রিটেন পরীক্ষা হয় না, শুধু mcq পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়

>>কোনো নেগেটিভ মার্কিং নাই।

>> কলেজগুলোতে শুধু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পড়ানো হয়। 

>>শুধু সাইন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে।

Post a Comment

Thanks for your Comment.

Previous Post Next Post