Header Ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

 



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd) এ প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।



ইউনিট/উপ-ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০/- (আটশত পঞ্চাশ) টাকা মাত্র (প্রসেসিং ফি প্রযোজ্য)।
নির্ধারিত আবেদন ফি 'রকেট' বা বিকাশ Mobile Financial Service Operator এর মাধ্যমে জমা দেয়া যাবে।

 আবেদনঃঃ ৩০ মার্চ ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) দুপুর ১২.০০টা থেকে ১২ এপ্রিল ২০২৩ তারিখ (বুধবার) রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে করা যাবে।

১৪ এপ্রিল ২০২০ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে।

আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে একশত নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে।



ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। তাছাড়া ২০২০ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের সর্বমোট (MCQ SSC & HSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণিতক। ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)] প্রাপ্ত নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত
করা হবে।

ভর্তির যোগ্যতাঃ  SSC ২০১৯ বা ২০২০
                          HSC ২০২১ বা ২০২২।

পরীক্ষার তারিখঃ


A - ১৬ মে [সকাল ৯.৪৫ টায়]

B - ১৮ মে [সকাল ৯.৪৫ টায়]

C - ২০ মে [সকাল ৯.৪৫ টায়]

D - ২২ মে [সকাল ৯.৪৫ টায়]

B1 - ২৪ মে [সকাল ৯.৪৫ টায়]

D1 - ২৫ মে [সকাল ৯.৪৫ টায়]

                        

No comments

Thanks for your Comment.

Powered by Blogger.