তিতুমীর নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা: অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ


তিতুমীর কলেজ নয় বরং রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।

তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় জানিয়ে তিনি বলেন, তারা জনদুর্ভোগ চায় না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।

তিনি বলেন, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্ক্ষিত নয়।


Post a Comment

Thanks for your Comment.

নবীনতর পূর্বতন