৭ কলেজের প্রত্যেকেই কি আলাদা বিশ্ববিদ্যালয় চাইবে, প্রশ্ন অধ্যাপক মামুনের

 


সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, বিশ্ববিদ্যালয় গঠন কি হাতের মোয়া যে চাইলাম আর দিয়ে দিলো।

রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।

অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, বলেছিলাম ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করে একটি বিশ্ববিদ্যালয় করার কথা। সরকার বলেছে যে ৭ কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে। এখন দেখি ৭ কলেজ থেকে আলাদা হয়ে একাই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। এখন কি প্রত্যেক কলেজ একে একে বের হয়ে প্রত্যেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাওয়া শুরু করবে নাকি?

তিনি বলেন, শিক্ষার মানের যে কি করুন অবস্থা তা এ থেকেই বোঝা যায়। বিশ্ববিদ্যালয় গঠন কি হাতের মোয়া যে চাইলাম আর দিয়ে দিল?

এর আগের সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মর্ম বুঝেনি তা প্রমাণ করেছিল, অথবা সব বুঝেই মানুষকে ধোঁকা দিতে চেয়েছিল উল্লেখ্য করে ঢাবির এই অধ্যাপক বলেন, দলদাসরাও তৎকালীন সরকারকে বাতাস দিয়েছিল। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নীতিনির্ধারক ও চিন্তকদের চিন্তার ফসল। এইটাতো ছাত্রদের দাবির বিষয় না। তার ওপর সাধারণ মানুষকে জিম্মি করেতো অবশ্যই না। সব কিছু কেন রাস্তায় যায়? শুধু রাস্তায় যায় না উল্টো মানুষকে জিম্মি করা। এ যেন বাড়ির মাদকাসক্ত সন্তান ঘরের কাপ প্লেট ভেঙে নেশার টাকা দাবি। আমাদেরকে এ থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ছাত্ররা দাবি করতে পারে ভালো মানের শিক্ষক নিয়োগের জন্য। ছাত্ররা দাবি করতে পারে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে যাতে তারা ভালো মানের শিক্ষক পায়। ছাত্ররা দাবি করতে পারে ভালো মানের লাইব্রেরির জন্য। ছাত্ররা আবাসিক সুবিধা উন্নত করার দাবি করতে পারে। কলেজ বা বিশ্ববিদ্যালয় নামে কি আসে যায়? শিক্ষকদের মানই সব।

Post a Comment

Thanks for your Comment.

Previous Post Next Post