একই দিনে ঢাবি-জবির ভর্তি পরীক্ষা


গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা (বি) ইউনিটের পরীক্ষা পূর্বনির্ধারিত ছিল ১৫ তারিখেই।


বিজ্ঞান বিভাগ থেকে পাস করা যেসব শিক্ষার্থী কলা ইউনিটের বিভাগেও পড়তে আগ্রহী, দোটানায় পড়েছেন তারা।


গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেড় ঘণ্টাব্যাপী চারুকলা অনুষদের পরীক্ষা। এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর এবছর নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরল বিশ্ববিদ্যালয়টি। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আছে ডি (সামাজিক বিজ্ঞান) ও বি (কলা অনুষদের) ইউনিটের পরীক্ষা।


কিন্তু তারিখ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষা ১৫ তারিখ বেলা ১১টায় চলে যাওয়ায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাতে কমে গেলো একটি সুযোগ। সাধারণত বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রথম টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান অনুষদ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ না হলেও অনেক শিক্ষার্থী স্নাতকে ভর্তি হওয়ার সময় শিক্ষাজীবনের দিক পরিবর্তন করতে চান। এ বিষয়টি চোখে পড়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করে বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব অনুষদের বিভাগগুলোতে ভর্তি হন।


এদিকে পরীক্ষার তারিখ এক হওয়ার প্রভাব পড়বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পরীক্ষার উপস্থিতির হারেও।

Post a Comment

Thanks for your Comment.

Previous Post Next Post