দেশের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে আবার সভায় বসেছেন ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভাটি শুরু হয়।
এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
‘রেভ্যুলেশন ফর জিএসটি’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি, কিন্তু ফলাফল আসছে না। আজকে ভর্তি সার্কুলার না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো ফলাফল দেখছি না আমরা। ফলাফল না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’’
আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, ‘এর আগে আমরা আন্দোলন করেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক বর হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি, আজকে গুচ্ছ নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ইউজিসিতে বসেছেন। আমাদের একটাই দাবি, যেকোনো মূল্যে ভর্তি সার্কুলার নিয়ে এখান থেকে যাব।’
Post a Comment
Thanks for your Comment.