এসএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিন প্রকাশ।
২০২৩ তারিখে এসএসএস পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে এবং শেষ হবে ২৩ মে। আবার ২৪ মে থেকে ৩০ মে'র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা। ৩০শে এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা। আরও ১৪ মে বিজ্ঞান/ইতিহাস/ফিন্যান্স, ১৫ মে কৃষি, ১৬ মে রসায়ন/পৌরনীতি/ব্যবসায় উদ্যোগ, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান/অর্থনীতি, ২১ মে বিজ্ঞান/উতর গণিত, ২২ মে সমবিজ্ঞান, ২৩শে মে বাংলাদেশ ও বিশ্বপরিচয়।