Army IBA ( Army Institute of Business Administration) An Affiliated Institute of (BUP) Army IBA ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে📌
Army IBA ( Army Institute of Business Administration)
An Affiliated Institute of (BUP)
Army IBA ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে
প্রাথমিক আবেদনের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই, বিনামূল্যে প্রাথমিক আবেদন সম্পুর্ণ করতে পারবে সবাই। অনলাইনে আবেদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে আবেদন যাচাইয়ের পর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রথম
৫ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত দেশের প্রথম IBA -Army IBA
আবেদন যোগ্যতাঃ
SSC তে ন্যূনতম জিপিএ 3.50 এবং
HSC তে ন্যূনতম জিপিএ 3.25 সহ
সর্বমোট জিপিএ 7.00 থাকতে হবে।
#এখানে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে।
পরীক্ষার ধরন:
→১০০ নম্বর (MCQ) এবং সময়: ১ ঘণ্টা। পরিক্ষার বিষয়বলি =গণিত (৩৫ নম্বর), সাধারণজ্ঞান (৩০ নম্বর) ও ইংরেজি (৩৫ নম্বর)
- Army IBA একটি অটোনোমাস পাবলিক ইনস্টিটিউট, যেটি BUP এর অধীনে। Bangladesh University of Professional (BUP) বাংলাদেশের ৩১ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ায় Army IBA একটি পাবলিক ইনস্টিটিউট। Army IBA হলো BUP এর অন্যান্য ইনস্টিটিউট যেমন: MIST,Amry Medical College,Armed forces Medical College,(PISER) এর মতই একটি ইনস্টিটিউট।Army IBA ব্যাবসায় প্রশাসন অনুষদের জন্য একটি বিশেষ ইন্সটিটিউট।
- আর্মি আইবিএ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্বতন্ত্র পাবলিক ইনস্টিটিউট। Army IBA বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি উদীয়মান IBA।
- সেনা নিয়ন্ত্রিত হওয়ায় এখানে কোন ছাত্র রাজনীতি এবং সেশনজট নেই। যেকোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন ৪ বছরের বিবিএ কোর্স ৪ বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে।
#সরাসরি আবেদনের লিংক: https://www.joinarmyiba.com/
No comments
Thanks for your Comment.