Header Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়ার তথ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়ার তথ্য।



দেখতে দিয়ে পড়লে এক পোস্টেই সব প্রশ্নের উত্তর পাবেন।

🔶সেশন:-2022-23

🔶আবেদন শুরু:- ৫ এপ্রিল।

🔶আবেদন শেষ:- ৮ মে।

🔶আবেদন মাধ্যম:- অনলাইন।

🔶আবেদন ফি:- 250 টাকা।

🔶টাকা পরিশোধ মাধ্যমে:- অনলাইন ব্যাংকিং।

🔶শিক্ষাগত যোগ্যতা:- SSC তে ৩.৫০ মান।(সকল ফর্ম)

আর এইচএসসিতে(আস ৩.০০) এবং

  3.50(সাইন্স ও কমার্স) প্রতীক।

🔶নূন্যতমের সাল:- SSC 2019,2020 সালে পাসে হবে।

আর HSC 2021 পাস গঠন করতে হবে।

🔶আবেদন করতে যা যা:- ব্যক্তিগত তথ্য,,এসএসসি ও এইচএসসি রোল,রেজি,পাসের সাল,গ্রুপ,পয়েন্ট,বোর্ড,,,,নিজের এক কপি রংগিন ছবি,স্বাক্ষর,,টাকা।


[[কোন বিকল্প পরীক্ষা দিতে হবে না।শুধু আবেদন করবে আর রেজাল্টের জন্য অপেক্ষা করবে]



🔴আবেদন প্রক্রিয়া:-

৩ ধাপে আবেদন করার সুযোগ আছে।


১ম ধাপ:- দেশের যেকোনো একটিমাত্র কলেজে একাধিক সাবজেক্ট চয়েজ দিয়ে আবেদন করতে হবে।।যদি কারো কোটা থাকে সে ১ম ধাপে আবেদন করার সময় কোটার অপশনে "Yes" করে দিবে।।১ম ধাপের আবেদনের উপর ভিত্তি করে ৩টা রেজাল্ট দিবে।।যাঁরা চান্স পাবে তারা ভর্তি হয়ে যাবে।।।("মাইগ্রেশন" অপশন আছে প্রক্রিয়ার এই অংশে। মাইগ্রেশন অন রাখলে সাবজেক্ট পরিবর্তন হতে  পারে আবার নাও হতে পারে, পুরোপুরি শিওর না)

আর যাঁরা চান্স পাবে না তাঁরা পরবর্তী ধাপে আবেদন করার জন্য অপেক্ষা করবে।।

পরবর্তী দুটি ধাপে দেশের ৫টি করে কলেজে চয়েজ দিয়ে আবেদন করতে পারবে।।একের অধিক সাবজেক্ট চয়েজ দিতে পারবে।।

🔶অন্য গ্রুপের সাবজেক্ট চয়েজ দেওয়ার ব্যবস্থা আছে।কেউ চাইলে অন্য গ্রুপের সাবজেক্ট চয়েজ দিয়ে চান্স পেলে ভর্তি হতে পারবে।

🔶কোটা বলতে:- মুক্তিযোদ্ধা,আদিবাসী,প্রতিবন্ধী,পোষ্য এদের কে বুঝানো হবে। 


                    সবাইকে ধন্যবাদ।

No comments

Thanks for your Comment.

Powered by Blogger.